ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল চালকদের অঙ্গীকার নামা!

নুরুল আমিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
মোটরসাইকেল চালকদের অঙ্গীকার নামা! ছবি: সংগৃহীত

ঢাকা: নম্বরবিহীন মোটরসাইকেলে চড়ে হত্যা, ছিনতাইসহ নানা অপরাধ করে দ্রুত পালিয়ে যাচ্ছে অপরাধীরা। অপরাধমূলক কাজে ব্যবহৃত এসব মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও নম্বর প্লেট না থাকায় অপরাধীদের শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে পুলিশ।



তাই গুলশানা থানা এলাকায় নম্বর বিহীন নতুন ও পুরাতন মোটরসাইকেলের প্রবেশ ঠেকাতে অভিযান চালিয়ে গত ১৫দিনে পাঁচ শতাধিক মোটরসাইকেল আটক করেছে গুলশান থানা পুলিশ। পরে আরোহীর কাছ থেকে অঙ্গীকার নামায় স্বাক্ষর রেখে ছেড়ে দেওয়া হয় আটক এসব মোটরসাইকেল।

তবে পুলিশের এই চলমান অভিযানে বিপাকে পড়েছেন নতুন মোটরসাইকেল ক্রেতারা। নিয়মনুযায়ী নতুন মোটরসাইকেল ক্রেতারা রেজিস্ট্রেশনের জন্য বিআরটিএতে নির্ধারিত ফ্রি জমা দিয়ে নম্বর প্রস্তুত না হওয়া পর্যন্ত রশিদের ফটোকপি দিয়ে মোটরসাইকেল চালাতে পারেন। কিন্তু বিআরটিএর এই নিয়ম না মেনেই মোটরসাইকেল আটক করা হচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক ভূক্তোভোগী।

পুলিশের দাবি, রেজিস্ট্রেশন রয়েছে এমন মোটরসাইকেলের নম্বর খুঁলে রেখে নানা অপরাধ করছে অপরাধীরা। তাই নম্বরবিহীন মোটরসাইকেলের প্রবেশ ঠেকাতে এই অভিযান চালানো হচ্ছে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) হুসনে আফরোজ বাংলানিউজকে বলেন, গুলশানে তিন মোটরসাইকেল আরোহীর গুলিতে ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার নিহতের পর নম্বরপ্লেট ছাড়া মোটরসাইকেলর প্রবেশ ঠেকাতে অভিযান শুরু করে গুলশান থানা পুলিশ। অভিযানে যে সকল মোটরসাইকেলের নম্বর প্লেট নেই সেগুলো আটক করে আরোহীদের নিকট থেকে অঙ্গীকার নামায় স্বাক্ষর রাখা হচ্ছে।

অঙ্গীকার নামার চুক্তি ভঙ্গ করলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

কামরুল হাসান নামের এক মোটরসাইকেল আরোহী বাংলানিউজকে বলেন, একমাস আগে নতুন মোটরসাইকেল কিনে নম্বর প্লেটের জন্য বিআরটিএতে টাকা জমা দিয়েছি।

বিআরটিএ কর্তৃপক্ষ বলেছে নম্বর প্লেট প্রস্তুত না হওয়া পর্যন্ত এই টাকা জমার রশিদ ফটোকপি করে নম্বর প্লেটের জায়গায় লাগিয়ে মোটরসাইকেল চালানো যাবে। আমার নিকট শো –রুমের কাগজ ও বিআরটিএতে টাকা জমা দেওয়ার রশিদ রয়েছে। তারপরও পুলিশ মোটরসাইকেল আটক করে অঙ্গীকার নামায় স্বাক্ষর নিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) উপ-পরিচালক প্রকৌশলী এসকে মো. মাহবুব-ই-রাব্বানী বাংলানিউজকে বলেন, রেজিস্ট্রেশনের জন্য বিআরটিএতে টাকা জমা দিয়ে নম্বর বরাদ্দ দেওয়া হয়। এই কাগজ দিয়ে নম্বর প্লেট প্রস্তুত না হওয়া পর্যন্ত মোটরসাইকেল চালানো যাবে।

তবে রেজিস্ট্রেশনহীন কোনো গাড়ি রাস্তায় চলাচল সম্পূর্ণ অবৈধ বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এনএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।