চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরে গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে চার মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মফিজুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার বালুচর গ্রামের মৃত আব্দুল মোতালেব প্রধানের ছেলে মো. সাইফুল ইসলাম প্রধান (৪৫), বারআনী গ্রামের মৃত নফছি মিয়ার ছেলে মো. মোফাজ্জল হোসেন (৩৮), জোড়খালী গ্রামের গোলাম মোস্তফা গাজীর ছেলে গাজী রহমান (৩৫) ও চরমাচুয়া এলাকার নুর বক্স মীরের ছেলে সালাম মীর (২৮)।
এদের মধ্যে তিনজনকে এক বছর করে এবং সালাম মীরকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হবে বলে জানান মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
টিআই