ঢাকা: র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন র্যাব গত ২৪ ঘণ্টায় সারাদেশে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য, একটি মোটরসাইকেল উদ্ধারসহ ছয় জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- মাদক ব্যবসায়ী মো. আব্দুর রহিম (৩৮), মো. জাহাঙ্গীর আলম (মমিন) (২৬), রাশেদা আক্তার খুকি (৪৭), আনজু বেগম (৩০), শিরিন আক্তার (৩৫) এবং মো. আনোয়ার হোসেন চৌধুরী (৪০)।
অভিযানে এক হাজার ১৬০ পিস ইয়াবা, ২৭ কেজি গাঁজা, ২০ পুরিয়া হেরোইন, মাদক বিক্রির নগদ ৭ হাজার ৪৯১ টাকা, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইলফোন উদ্ধার করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) র্যাব সদর দপ্তর থেকে এসব তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক (মিডিয়া) মেজর রুম্মান মাহমুদ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দ্বিগ্রাম ঘুন্টি গ্রাম সাফিনা পার্কে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী মো. আব্দুর রহিম (৩৮) ও মো. জাহাঙ্গীর আলম মমিনকে (২৬) আটক করে র্যাব-৫এর একটি দল।
এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৮৫ পিছ ইয়াবা, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
তিনি বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কারণে আসামি মো. আব্দুর রহিমকে এর আগেও র্যাব মাদকসহ গ্রেফতার করেছিলো।
একই দিনে (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের সদরঘাটের কদমতলী রেলওয়ে কলোনী মালিপট্টিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির টাকাসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৭ এর একটি দল।
আটককৃতরা হলেন- রাশেদা আক্তার খুকি (৪৭), আনজু বেগম (৩০) ও শিরিন আক্তার (৩৫)।
এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭ হাজার ৪৯১ টাকাসহ ৭৫ পিস ইয়াবা, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এদিকে, কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার শহীদুল্লাহ কায়সার পাদুকা মার্কেটের পাশে থেকে মো. আনোয়ার হোসেন চৌধুরীকে (৪০) তল্লাশি করে ২৭ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব-১৪ এর একটি দল।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শহীদুল্লাহ কায়সার পাদুকা মার্কেটের পাশে ২৭ কেজি গাঁজা সহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক (মিডিয়া) মেজর রুম্মান মাহমুদ বলেন, মাদক বিরোধী কার্যক্রমে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবও সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
এছাড়াও র্যাব গোয়েন্দা এবং আভিযানিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মকভাবে কাজ করছে।
বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসজেএ/বিএস