ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় মাহাবুব হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। এ সময় তার কাছ থেকে ৪৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (১৭ অক্টোবর) রাতে উপজেলার নাসির গ্লাস ফ্যাক্টরির প্রধান গেটের বিপরীত পাশ থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আরা বেগম পিপিএম’র নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে মাহাবুবকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
আইএ