ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামগামী বাসে যাত্রীবেশে ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
চট্টগ্রামগামী বাসে যাত্রীবেশে ডাকাতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাসে যাত্রীবেশে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে কুমিল্লার চৌদ্দগ্রামে এ ঘটনা ঘটে।

এতে চারজন আহত হন। তারা হলেন, ফখরুল ইসলাম, রাফিয়া খাতুন, সুপারভাইজার বিপুল ও হেলপার মো. কাশেম।

জানা যায়, ঢাকা থেকে যাত্রী হয়ে গাড়িতে উঠে ওই গাড়ির চালক সালাহউদ্দিনকে জিম্মি করে চার ডাকাত। এরপর তারা গাড়িতে লুটপাট চালাতে চাইলে অন্য যাত্রীরা প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় ছুরিকাঘাতে চারজন আহত হন। পরে ডাকাতরা কানের দুলসহ হাতের নাগালের জিনিসপত্র নিয়ে দ্রুত বাস ত্যাগ করেন। পরে বাসটি চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেয়।

বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।