ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বংশালে জুতার কারখানায় আগুন, তিন কর্মী দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
বংশালে জুতার কারখানায় আগুন, তিন কর্মী দগ্ধ

ঢাকা: রাজধানীর বংশাল সিদ্দিকবাজারের মতিসরদার রোডে একটি জুতার কারখানায় আগুন লেগে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাত ৩টার দিকে পাঁচতলা ম্যাক্সিমাস-সু কারখানা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।

এতে কর্মচারী দগ্ধ হন। তারা হলেন, আলাউদ্দিন (১৯), তিনি ৪০ শতাংশ দগ্ধ। রবিন হোসেন (২০), তিনি ১৭ শতাংশ দগ্ধ এবং সুজন মিয়া (২০), দুই পায়ে দগ্ধ।

কারখানার মালিক মুনির হোসেনের ভাই মাসুদ মিয়া জানান, রাতে কাজ চলছিল। ৩টার দিকে কাজের প্রায় শেষ সময় বিদ্যুতের আরথিং থেকে পাশের ফোমে আগুন ধরে যায়। এতে দ্রুত আগুন ছড়িয়ে যেতে থাকে। এ সময় আগুন নেভাতে গিয়ে ওই তিনজন দগ্ধ হন। তাদের সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, দগ্ধদের চিকিৎসা চলছে। এর মধ্যে ৪০ শতাংশ পুড়ে যাওয়া আলাউদ্দিনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ০৬৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।