চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী বাজারে দুই নৈশপ্রহরী ও ব্যবসায়ী জাকির হোসেনকে হাত-পা বেঁধে এক স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি ঘটিয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে ১০/১২ জনের একটি ডাকাতদল এ ঘটনা ঘটায়।
এ সময় ডাকাতদল বাজারের চারপাশে অবস্থান নিয়ে নিমাই ঘোষ নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানের সব গহনা ও নগদ অর্থ লুটে নেয়।
স্থানীয় বাসিন্দা আলমাস মিয়া বাংলানিউজকে জানান, ডাকাতদল বাজারে প্রবেশ করে প্রথমে মো. ছবুর (৬০) নামে নৈশ প্রহরীর হাত-পা বেঁধে ফেলে। টের পেয়ে অপর প্রহরী আ. মতিন ও ব্যবসায়ী জাকির হোসেন (৪০) এগিয়ে আসলে অস্ত্র ঠেকিয়ে তাদেরও হাত-পা বেঁধে ফেলে।
এরপর ডাকাতদলের সদস্যরা বাজারের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মধ্য বাজারে নিমাই ঘোষের স্বর্ণের দোকানে ডাকাতি করে।
ক্ষতিগ্রস্ত স্বর্ণ ব্যবসায়ী নিমাই ঘোষ জানান, কতো টাকার স্বর্ণলঙ্কার নিয়ে গেছে তা এখনও বলা যাচ্ছে না। তবে আনুমানিক ২০ লাখ টাকার হবে বলে দাবি এ ব্যবসায়ীর।
মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। তবে পুলিশ আসার আগেই ডাকাতদল ঘটনাস্থল ত্যাগ করে। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
জেডএস