ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন ছবি: আরিফ জাহান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: প্রাচীন জনপদ বগুড়ার ঐতিহ্য স্থাপনা নবাববাড়ী এবং সাতমাথাস্থ থমসন হল প্রত্মতাত্ত্বিক নিদর্শন হিসেবে সরকারি ঘোষণা করার দাবিতে বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
 
রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় কর্মসূচির আয়োজন করা হয়।


 
মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।   
 
এ সময় জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, জেএম রউফ, আজিজার রহমান তাজ, ইসলাম রফিক, মীর্জা আহসানুল হক দুলাল, সিজুল ইসলাম, আতিকুর রহমান মিঠু, শ্যামল বর্মন, আবদুল্লাহিল রাফি তারা, এবিএম জিয়াউল হক বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।