গাজীপুর: গাজীপুরের টঙ্গীর সাতাইশ মধ্যপাড়া এলাকায় রোববার (১৮ অক্টোবর) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহত মুক্তা আক্তার (২০) ওই এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, বেলা ১১টার দিকে মুক্তা বাড়িতে ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, অক্টোবর ১৮,২০১৫
আরএস/জেডএস