ভোলা: সারদীয় দূর্গোৎসব উপলক্ষে ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের পক্ষ থেকে সনাতন ধর্মালম্বীদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে শহরের পৌর বাপ্তার রাধা গোবিন্দ ও কালী মাতার মন্দিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক অভিনাশ নন্দি, সদর উপজেলা কমিটির সভাপতি শান্ত ঘোষ, সাধারণ সম্পাদক জয় দে, সাংগঠনিক সম্পাদক রাজন সাহা, রাধা গোবিন্দ ও কালী মাতার মন্দির কমিটির সহ-সভাপতি উত্তম দে, পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুরুল আলম, যুবলীগ নেতা মো. আতিকুর রহমান আতিক, রিয়াজ উদ্দিন, ইব্রাহিম খোকন, জেলা ছাত্রলীগ সভাপতি পাপন চৌধূরী, সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ প্রমুখ।
পৌর এলাকার পৌর বাপ্তা, অনুজহাকালী, কালিখোলা ও মদন মোহন ঠাকুর মন্দিরে আড়াই হাজার নারী-পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসআই