ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

গরিব ঘরে জন্ম নেওয়া কি অপরাধ, প্রশ্ন প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
গরিব ঘরে জন্ম নেওয়া কি অপরাধ, প্রশ্ন প্রধানমন্ত্রীর

ঢাকা: শিশু নির্যাতনকে মানবতাবিরোধী অপরাধ আখ্যা দিয়ে নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘একটা ছোট্ট শিশুকে নিয়ে আসে, কাজ করায়।

আবার তার ওপর অত্যাচার করে, তাকে মারধর করে। নিজের সন্তানের সঙ্গে তো সেটা করে না। ’

‘একটা শিশুর গরিব ঘরে জন্ম হওয়াটাই কি তার অপরাধ? সেও তো মানুষ, তারও তো অধিকার আছে। ’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্মদিন উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তৃতা করছিলেন প্রধানমন্ত্রী। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘খুব খারাপ লাগে যখন আমি দেখি আমাদের দেশে অনেক সময় বাড়িতে শিশুদের নির্যাতন করা হয়। আমি জানি না, আমি বুঝি না। এরা কি মানুষ?’

যে-ই শিশুদের নির্যাতন করবে, তাকে শাস্তি পেতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা শিশুদের নির্যাতন করে বা শিশুদের হত্যা করে তাদের বিচার আমরা করবোই। তারা ছাড়া পাবে না। যে-ই করবে তার বিচার আমরা করবো। ’

শিশু নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এ ধরনের ঘটনা যেন না ঘটে, কেউ যেন এতটুকু মানবতাবিরোধী কাজ না করে, এসব যেন বন্ধ হয়, সবাইকে সেদিকে  দৃষ্টি দিতে হবে। ’

অটিস্টিক শিশুদের প্রতি সবাইকে সহানুভূতিশীল হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শিশুদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের স্কুলে কিংবা বাড়ির পাশে এ ধরনের শিশুদের পেলে তাদের আপন করে কাছে টেনে নিতে হবে। তাদের বন্ধু হতে হবে। তাদের সহযোগিতা করতে হবে, তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। এটাই কিন্তু একটা মানবিকগুণ। ’

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে তিনি শিশুদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এমইউএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।