ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রুমা সীমান্তে সেনাবাহিনী-সন্ত্রাসী গুলি বিনিময়, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
রুমা সীমান্তে সেনাবাহিনী-সন্ত্রাসী গুলি বিনিময়, নিহত ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: গাইডসহ নিখোঁজ দুই পর্যটককে উদ্ধারে বান্দরবানের রুমা উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় অভিযান চলাকালে সেনাবাহিনী ও সন্ত্রাসীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

এসময় মেনপং ম্রো নামে এক ভিডিপি সদস্য নিহত হয়েছেন বলে সেনাবাহিনীল রুমা জোনের কর্মকর্তা লেফটেনেন্ট রাফি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রুমা উপজেলার ভারত সীমান্তবর্তী সেপ্রু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রুমার স্থানীয় জনপ্রতিনিধি ও নাম প্রকাশে অনিচ্ছুক সেনা সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সৈনিক কাসেম ও হান্নান নামে এক আনসার সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হেলিকপ্টারে করে বান্দরবানে নিয়ে আসা হচ্ছে।

সেনাবাহিনী সূত্র জানায়, সন্ত্রাসী দমনে সীমান্ত এলাকায় সেনাবাহিনীর নিয়মিত অভিযান চলছে। ওই এলাকায় নিরাপত্তা বাড়াতে হেলিকপ্টারে করে অতিরিক্ত সেনা সদস্য পাঠানো হয়েছে।

বান্দরবান সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী বাংলানিউজকে জানান, বান্দরবানের সীমান্ত অঞ্চলগুলোতে সেনাবাহিনীর সন্ত্রাস দমন অভিযান চলছে। তবে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।