ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

চারঘাটে ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
চারঘাটে ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর চারঘাট থেকে ৮০পিস ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত নিবন্ধনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।



রোববার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার শলুয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার তাতারপুর এলাকার আক্কাছ আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৩৫), একই এলাকার আমজেদ আলীর ছেলে সাজেদুল ইসলাম (২৮) ও আকবর আলীর ছেলে সাহাবুর রহমান (২৮)।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন দুপুরে জানান, নিবন্ধনবিহীন মোটরসাইকেলে ওই তিন মাদকব্যবসায়ী উপজেলার শলুয়ার দিকে যাচ্ছিল। পুলিশের টহলদল নিয়মিত তল্লাশির জন্য তাদের দাঁড়াতে নির্দেশ দিলে মাদকব্যবসায়ীরা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের তিনজনকে আটক করে।

পরে তাদের দেহ তল্লাশি করে ৮০পিস ইয়াবা জব্দ করা হয়।

দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে আটক ব্যক্তিরা মাদকের ব্যবসা করে আসছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুপুরে তাদের আদালতে চালান দেওয়া হয়েছে বলেও জানান নিবারন চন্দ্র।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।