জয়পুরহাট: মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাকে পুলিশে দিয়েছেন এক মা। পরে তাকে এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ অক্টোবর) জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মুন্সীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
দণ্ডাদেশপ্রাপ্ত মাদকাসক্ত যুবক বাপ্পি হাসান (২৫) তিলাবদুল মুন্সীপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
দণ্ডপ্রাপ্ত বাপ্পির মা মোশাম্মা বেগম বাংলানিউজকে জানান, নেশাগ্রস্ত ছেলের কর্মকাণ্ডে পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের কাছে তার মুখ দেখানো দায় হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে ছেলেকে স্বেচ্ছায় পুলিশে সোপর্দ করেন।
পরে দুপুরে পুলিশ তার ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সহকারী কমিশনার (ভূমি) সাদেকুল ইসলাম তাকে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।
মাদকাসক্ত ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান, জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসআর