বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলা সীমাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে গ্রেফতারের পর আদালতে তুলে বেলা আড়াইটার দিকে ওই চারজনকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার এ চারজন হলেন- টাকাধুকুরিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মজনু মিয়া (২৮), বেটখৈর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহমেদ (২০), ধনকুণ্ডি এলাকার আসমত আলীর ছেলে আকতার উদ্দিন (২৮) ও দশের আলী (২৫)।
এ বিষয়ে শেরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই চারজনকে আটক করা হয়। পরে আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ জারি হয়। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এমবিএইচ/এইচএ/