ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
রাজবাড়ীতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু ছবি: প্রতীকী

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামের পুকুরের পানিতে ডুবে রাহুল হাসান (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।



মৃত রাহুল হাসান ওই গ্রামের বাসিন্দা মেহেদী হাসান ওরফে শাহাজ উদ্দিনের ছেলে। সে একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

রাহুলের চাচা ওসমান বাংলানিউজকে জানান, সকাল থেকে বাড়ির লোকজন রাহুলকে খুঁজে পাচ্ছিলো না। পরে স্থানীয়রা বাড়ির পাশে একটি পুকুরের পানিতে রাহুলকে ভাসতে দেখে। সবাই মিলে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কীভাবে রাহুল পুকুরের পানিতে পড়ে যায়, এ বিষয়ে কেউ কিছু বলতে পাচ্ছেন না বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।