ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

চালককে সাজা, নগরীতে বাস সংকট-দুর্ভোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
চালককে সাজা, নগরীতে বাস সংকট-দুর্ভোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে হাতে বড় ব্যাগ নিয়ে বারবার বাসে উঠতে গিয়ে ব্যর্থ হচ্ছেন উত্তরাগামী যাত্রী শিরিন আক্তার। আগারগাঁও চক্ষু হাসপাতালে ডাক্তারের কাছে এসেছিলেন।

পায়ে হেঁটে আগারগাঁও বাস টার্মিনালে এলেও পৌনে এক ঘণ্টা ধরে কোনো বাসে উঠতে পারছেন না তিনি।
 
শিরিন আক্তার বলেন, বাস কম, যাত্রী অনেক বেশি। মানুষের ভিড়ে কোনো বাসে চড়া যাচ্ছে না। তবে হঠাৎ কী কারণে এ অবস্থা জানা নেই তার।
 
বাস সংকটের কারণ অনুসন্ধানে আগারগাঁও পরিসংখ্যান ব্যুরোর সামনে যাওয়ার পর দেখা যায়, উত্তরাগামী জাবালে নূর পরিবহনের সবগুলো বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে।
 
যাত্রীদের ভোগান্তিতে ফেলে দাঁড় করিয়ে রাখার কারণ জানার চেষ্টা করলে জাবালে নূর পরিবহনের চালক মিজান বাংলানিউজকে বলেন, পরিবহন সমিতির লোকদের সঙ্গে পুলিশ খারাপ আচরণ করেছে। যে কারণে সব বাস বন্ধ রাখা হয়েছে। আমাদের লোকজনকে পুলিশ মারধর করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, কাগজপত্র না থাকায় আগারগাঁও আবহাওয়া অধিদফতরের সামনে পুলিশের ভ্রাম্যমাণ আদালত মিরপুর থেকে নারায়ণগঞ্জগামী হিমাচল পরিবহনের একজন চালককে জরিমানা করেছেন। এতে পুলিশের সঙ্গে বাসের মালিক-শ্রমিকরা বিবাদে জড়িয়ে পড়েন।

বিবাদের জেরে সড়কে বাস বন্ধ প্রসঙ্গে কাফরুল থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, বাসের কাগজপত্র না থাকায় আবহাওয়া অফিসের সামনে হিমাচলের চালককে জরিমানা করা হয়েছে। এ আদেশের বিরুদ্ধে মালিক-শ্রমিকরা ধর্মঘট শুরু করেছেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুর দেড়টার সময় নগরীতে দেখা যায়, হাতে গোনা কয়েকটি বাস চলাচল করছে। মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, মহাখালী, পূরবী, কালশী, বিশ্বরোড পর্যন্ত সড়কের দু’ধারে শত শত যাত্রী বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু কোনো বাস সড়কে পাওয়া যাচ্ছে না। পুরো মিরপুর এলাকায়ই যাত্রীরা চরমে দুর্ভোগে পড়েছেন।
 
মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) কাজী মাহবুবুল আলম বাংলানিউজকে বলেন, গাড়ির যথাযথ কাগজপত্র না থাকায়  মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেট চালককে সাজা দিয়েছেন। এ আদেশের প্রতিবাদে চালকরা বাস বন্ধ রেখেছেন।
 
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।