বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তের একটি খাল থেকে পাতু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় বেনাপোলের পুটখালী ইউনিয়নের শিবনাথপুর তিন মাথার মোড় এলাকায় বিলের একটি খাল থেকে মরদেটি উদ্ধার করা হয়।
নিহত পাতু মিয়া শিবনাথপুর বারোপোতা গ্রামের শহর আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন খালে মাছ ধরতে গিয়ে পানিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের গলিত মরদেহ উদ্ধার করে।
কয়েক দিন আগে পাতু মিয়াকে হত্যা করে খালে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
টিআই