ঢাকা: রাজধানীর তেজগাঁও নাখালপাড়া এলাকায় চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া (১৬) নামে এক গৃহকর্মী ও সবুজবাগ বাসাবো এলাকায় পুকুতে ডুবে আশরাফুল হাসান রিফাত (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক এ দু’জনকে মৃত ঘোষণা করেন।
সুমাইয়া নাখালপাড়া ছাপড়া মসজিদের পাশে ৬ নম্বর বাড়ির নিচ তলার বাসার গৃহকর্মী।
গৃহকর্তা আবদুর রহিম বাংলানিউজকে জানান, তার মেয়ে বিএফ শাহিন স্কুলে পড়ে। রিকশা যোগে মেয়েকে আনতে যাওয়ার সময় রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়ার গলায় ফাঁস লাগে। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে বিকেল ৩টায় দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সুমাইয়া গত ২ দিন অসুস্থ ছিল। বাসায় ডাক্তার ডেকে তাকে স্যালাইন দেওয়া হয়েছিলো।
এদিকে, সবুজবাগ বাসাবো ধর্মরাজিক হাই স্কুল সংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে আশরাফুল হাসান রিফাতের মৃত্যু হয়েছে।
রিফাত উত্তর মুগদাপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে রিফাত ডুবে যায়। আল আমীন নামে এক যুবক তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনলে দুপুর ২টায় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে তার মা বিউটি আক্তার ঢামেকে ছুটে আসেন। তিনি জানান, তার ছেলে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে পড়ে।
ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুটি মৃতদেহই মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এজেডএস/আরএম