ঝিনাইদহ: জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে ঝিনাইদহে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজন রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন ডিসি আদালত চত্বর থেকে একটি র্যালি বের হয়।
পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় সভায় বক্তব্য রাখেন-জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রশিদুল আলম, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলকার নায়ন।
পরে স্বাস্থ্য সম্মত উপায়ে হাত ধোয়ার প্রশিক্ষণ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এএটি/আরএ