ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বিশ্ব হাত ধোয়া দিবসে ঝিনাইদহে র‌্যালি-সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
বিশ্ব হাত ধোয়া দিবসে ঝিনাইদহে র‌্যালি-সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে ঝিনাইদহে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজন রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন ডিসি আদালত চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।



পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় সভায় বক্তব্য রাখেন-জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রশিদুল আলম, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলকার নায়ন।

পরে স্বাস্থ্য সম্মত উপায়ে হাত ধোয়ার প্রশিক্ষণ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এএটি/আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।