ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরের শহীদ মিনার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৮অক্টোবর) দুপুরে উন্নয়ন কাজের উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিক, সহ-সভাপতি আসিফ ইকবাল সনি, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, পৌর আওয়ামী লীগের সভাপতি আশিকুর রশিদ হেলাল, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি।
উন্নয়ন কাজের উদ্বোধনী শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
টিআই