ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

শেরপুরে পূজামণ্ডপে সরকারি অনুদান বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
শেরপুরে পূজামণ্ডপে সরকারি অনুদান বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে সরকারিভাবে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
 
রোববার (১৮ অক্টোবর) দুপুরে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সরকারদলীয় সংসদ সদস্য হাবিবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে অনুদানের চালের ডেলিভারি অর্ডার (ডিও) তুলে দেন।


 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলি, আওয়ামী লীগ নেতা আবু তালেব আকন্দ, রেজাউল করিম রেজা, শামীম ইফতেখার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস রিংকু প্রমুখ।
 
এ বছর শেরপুর পৌরসভাসহ উপজেলায় ৭৫টি পূজামণ্ডপে সরকারিভাবে ৩৪ দশমিক ৫ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এমবিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।