ঢাকা: সাংবাদিকদের বিভিন্ন প্রতিশ্রুতিতে শেষ হলো প্রতিবন্ধিতা পরিভাষা বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা।
কর্মশালার দ্বিতীয় দিনে অংশ নেওয়া ঢাকা ও ঢাকার বাইরের প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিককে তিনটি গ্রুপে ভাগ করে গণমাধ্যমে তাদের করণীয় সম্পর্কে পাঁচটি করে প্রতিশ্রুতি চাওয়া হয়।
প্রতিবন্ধীদের অধিকার বিষয়ে সচেতনতামূলক লেখা প্রকাশ; সংবাদ প্রকাশনার সময় প্রতিবন্ধীদের সম্পর্কে অবমাননাকর শব্দ পরিহার করে ইতিবাচক শব্দের ব্যবহার; অপ্রোয়জনীয় আবেগ, দয়া পরিহার, অযাচিত শব্দ/বিশেষন বর্জন; প্রতিবন্ধী ব্যক্তির অর্জন সাফল্য ইত্যাদি কোনো ভিন্ন বিষয় নয়, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে সংবাদ প্রকাশে দৃষ্টি দেওয়া; রাষ্ট্রীয় নীতি-নির্ধারণী পর্যায়ে বিষয়টি যেনো গুরুত্বসহ উপস্থাপিত হয় সে বিষয়ে জোর দেওয়াসহ আরো ১০টি প্রতিশ্রুতি দেন সাংবাদিকরা।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের নিবিড় পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রতিবন্ধীরা সবার আপনজন।
তিনি আরো বলেন, জাতিসংঘ সার্বজনীন মানবাধিকার ঘোষণার (১৯৪৮) পরও প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের প্রয়োজন পড়লো এজন্য যে, প্রতিবন্ধী ব্যক্তির ন্যায্য অধিকার রক্ষায় যথেষ্ট ছিল না। এজন্য জাতিসংঘ ১৯৮১ সাল থেকে প্রতিবন্ধী দিবস পালনের সূচনা করে।
তিনি আরো বলেন, প্রতিবন্ধী নাগরিকরা যেনো সমাজে অন্য সব নাগরিকের মতো সমান অধিকার ও তাদের মর্যাদা নিযে বসবাস করতে পারেন। এ বিষয়ে জনগণকে আরো বেশি সচেতনতা তৈরি ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
রোববার (১৮ অক্টোবর) দ্বিতীয় দিন সকাল ১০টায় রাজধানীর দক্ষিণখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) নিজস্ব কার্যালয়ের কনফারেন্স রুমে হয় প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কীয় ধারণা বিষয়ক আলোচনা।
এ বিষয়ে আলোচনা করেন বিপিকেএস স্বাস্থ্য ও কাযর্ক্রম বিভাগের প্রধান আসমা বেগম। দ্বিতীয় সেশনে প্রতিবন্ধিতা বিষয়ক পরিভাষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন আলোচকরা।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) সকালে দু’দিনব্যাপী এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন মো. মফিজুর রহমান।
প্রথমদিনে বিপিকেএসের বিভিন্ন কার্যক্রম, প্রতিবন্ধিতা কী, তাদের নিয়ে সম্ভাবনা, উন্নয়ন ভাবনা, অপ্রাপ্তি, আইন, সমাজ ও গণমাধ্যমে প্রতিবন্ধীদের উপস্থাপন, ভাষা, তাদের দায়িত্ব কী হওয়া উচিত প্রভৃতি বিষয়ে আলোচনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন মো. মফিজুর রহমান, বিপিকেএসের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুস সাত্তার দুলাল, প্রকল্প পরিচালক সালাহউদ্দীন আহমেদ, আইন মানবাধিকারকর্মী মাহবুবুল ইসলাম আলোচনা করেন।
কর্মশালার সমাপনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এএ/জেডএস