ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫০) মৃতদেহ উদ্ধার করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) সকালে ট্রেন দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন বলে ধারণা করছে রেল পুলিশ।
আখাউড়া রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আবুল খায়ের বাংলানিউজকে জানান, ওই নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনের ধাক্কা খেয়ে তিনি ছিটকে পড়ে মারা যান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
আরএ