মেহেরপুর: জুয়া খেলার দায়ে মেহেরপুরের গাংনী উপজেলায় আট জুয়াড়িকে পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-উপজেলার ছাতিয়ান গ্রামের জমির উদ্দীনের ছেলে লাল্টু (৩২), মৃত খেদ আলীর ছেলে হাফিজুর রহমান (৪০), মাহাতাব আলীর ছেলে আসলাম হোসেন (৩৫), নিশিপুর গ্রামের বাবুর আলীর ছেলে দুলাল হোসেন (৩৫), মৃত ইনতাজুল হকের ছেলে সোহেল রানা (২৫), মিসাব আলীর ছেলে সুমন হোসেন (২০), আবু জেহেলের ছেলে বকুল (২৯) ও কাজিপুরের উকিল উদ্দীনের ছেলে খোরশেদ আলী (৩৫)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, সকালে ওই আটজন নিশিপুর গ্রামের আলতাফ হোসেনের দোকানে বসে জুয়া খেলছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে এক সেট তাস ও নগদ ২৬৭ টাকাসহ তাদের আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এএটি/আরএ