হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তের চন্ডিপুর মাঠ থেকে সাড়ে ১৪ হাজার পিস ভারতীয় যৌন উত্তেজক সেনেগ্রা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে বিজিবির একটি দল পরিত্যক্ত অবস্থায় এ ট্যাবলেট জব্দ করেন।
বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী বিষয়টি নিশ্চত করে বাংলানিউজকে জানান, ট্যাবলেটগুলো তালিকা করে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসআর।