খুলনা: খুলনা ডুমুরিয়া উপজেলা থেকে শফিক ঢালী (৩৬) নামে এক ঘের ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ভাণ্ডারপাড়া ইউনিয়নের রাজিবপুর এলাকায় তার ঘেরের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শফিক দক্ষিণ ডুমুরিয়া গ্রামের হাডাম ঢালীর ছেলে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. মশিউর রহমান জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়েছে। জবাই করে হত্যা করা ছাড়াও তার মাথায় ধারালো সস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।
পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড চালিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান মশিউর।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এমআরএম/এটি