চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় দুই সন্তানের জননী এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) তাদের আটক করা হয়।
আটকেরা হলেন-চান্দিনার আনিছা বাড়ি এলাকার রবিউল মিয়ার ছেলে ফরহাদ (২৩) ও পাশের গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সাইফুল (২৫)।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাতে উপজেলা সদরের দক্ষিণ চান্দিনার এক ভাড়া বাসা থেকে ওই গৃহবধূকে তুলে নিয়ে স্থানীয় আনিছা বাড়ি এলাকার মন্টু মিয়ার বাসায় ফরহাদ ও সাইফুলসহ বেশ কয়েকজন যুবক গণধর্ষণ করে।
গণধর্ষণের শিকার ওই গৃহবধূর অভিযোগ, তার স্বামী একজন অটোরিকশা চালক। তারা দক্ষিণ চান্দিনার এক মহিলার বাসায় ভাড়া থাকেন। শনিবার রাতে মোস্তফা নামে এক ব্যক্তি তার বাসার আসেন। এ সময় স্থানীয় কয়েকজন বখাটে যুবক কুৎসা রটিয়ে তাদের আটক করে। পরে ওই বখাটেরা তাকে পার্শ্ববর্তী মন্টু মিয়ার বাসায় তুলে নিয়ে যায়। সেখানে বখাটেদের মধ্যে পাঁচ যুবক তাকে পর্যায়ক্রমে ধর্ষণ করে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
টিআই