ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

চান্দিনায় গৃহবধূ গণধর্ষণ: আটক ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
চান্দিনায় গৃহবধূ গণধর্ষণ: আটক ২

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় দুই সন্তানের জননী এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) তাদের আটক করা হয়।



আটকেরা হলেন-চান্দিনার আনিছা বাড়ি এলাকার রবিউল মিয়ার ছেলে ফরহাদ (২৩) ও পাশের গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সাইফুল (২৫)।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাতে উপজেলা সদরের দক্ষিণ চান্দিনার এক ভাড়া বাসা থেকে ওই গৃহবধ‍ূকে তুলে নিয়ে স্থানীয় আনিছা বাড়ি এলাকার মন্টু মিয়ার বাসায় ফরহাদ ও সাইফুলসহ বেশ কয়েকজন যুবক গণধর্ষণ করে।

গণধর্ষণের শিকার ওই গৃহবধূর অভিযোগ, তার স্বামী একজন অটোরিকশা চালক। তারা দক্ষিণ চান্দিনার এক মহিলার বাসায় ভাড়া থাকেন। শনিবার রাতে মোস্তফা নামে এক ব্যক্তি তার বাসার আসেন। এ সময় স্থানীয় কয়েকজন বখাটে যুবক কুৎসা রটিয়ে তাদের আটক করে। পরে ওই বখাটেরা তাকে পার্শ্ববর্তী মন্টু মিয়ার বাসায় তুলে নিয়ে যায়। সেখানে বখাটেদের মধ্যে পাঁচ যুবক তাকে পর্যায়ক্রমে ধর্ষণ করে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।