ঢাকা: হজ পালন শেষে ফিরতি হজফ্লাইট কার্যক্রমের আওতায় রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত ৬৮ হাজার ৯৫১ জন হাজী দেশে ফিরেছেন।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯০টি হজফ্লাইটে (৭৭টি ডেডিকেটেড ও ১৩টি শিডিউল ফ্লাইটের মাধ্যমে) ৩৫ হাজার ৮৪৮ জন হাজী দেশে ফিরিয়ে আনে।
রোববার (১৮ অক্টোবর) বিমান বাংলাদেশের জনসংযোগ বিভাগের সহকারী ব্যবস্থাপক তাছমিন আকতার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোববার বিমানের আরও দু’টি হজফ্লাইটে হাজীরা দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মাসব্যাপী এ ফিরতি হজফ্লাইট কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৪ হাজার ৮৪৫ জন হাজীকে জেদ্দা-ঢাকা রুটে বাংলাদেশে আনবে। এর মধ্যে ২ হাজার ৭৪২ জন ব্যালটি হাজী। বাকি ৫২ হাজার ১০৩ জন নন-ব্যালটি হাজী। ডেডিকেটেড ও শিডিউল ফ্লাইট মিলিয়ে এ সময়ের মধ্যে বিমান মোট ১৪০টি হজফ্লাইট পরিচালনা করবে।
ইতিমধ্যে প্রায় ৭০ হাজার হাজী দেশে ফিরেছেন। বাকি হাজীরা আগামী ২৮ অক্টোবরের মধ্যে দেশে ফিরবেন।
বাংলাদেশ থেকে এ বছর সরকারী ব্যবস্থাপনায় ২ হাজার ৭৪২ জন হজযাত্রীসহ মোট ১ লাখ ৭ হাজার ২৯০ জন যাত্রী সৌদি আরব হজ পালন করতে গেছেন। যার মধ্যে বিমান ১১৯টি ডেডিকেটেড ও ৩৩টি শিডিউল ফ্লাইটসহ ১৫২টি ফ্লাইটের মাধ্যমে মোট ৫৪ হাজার ৮৪৫ জন হজযাত্রী পরিবহন করে। আগামী ২৮ অক্টোবর সর্বশেষ ফিরতি হজফ্লাইট আসবে।
গত ১৬ আগস্ট বিমান বাংলদেশ এয়ারলাইন্সের হজফ্লাইট কার্যক্রম-২০১৫ এর শুভারম্ভ হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
আরএম