ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বাল্য বিয়ের আয়োজন করায় জেল-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
বাল্য বিয়ের আয়োজন করায় জেল-জরিমানা ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়া নন্দীগ্রাম উপজেলায় দুই কিশোরীর বাল্য বিয়ের আয়োজন করায় কারাদণ্ড এবং জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তার সহকারী (সিএ) মাহবুবুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



তিনি বলেন, বগুড়া নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার ইমাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম দামুয়াপাড়ার কালিপদ চন্দ্র সরকার এবং একই ইউনিয়নের হাটকড়ই গ্রামের পরিমল চন্দ্র।

মাহবুবুল আলম আরও বলেন, শরিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পরিমল চন্দ্র তার মেয়ে হাটকড়ই উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী শাপলার (১২) সঙ্গে এক ছেলের বিয়ে দেওয়ার আয়োজন করছে, এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার ইমাম সেখানে উপস্থিত হন। তবে বিষয়টি জানতে আগেই বর পক্ষের লোকজন পালিয়ে যায়।

এ ঘটনায় পরিমল চন্দ্রকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

একই সময় কালিপদ চন্দ্র সরকার তার মেয়ে সুজাতা রানী ওরফে মুক্তি রানীর (১৪) সঙ্গে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের মালঞ্চী গ্রামের শ্যামল চন্দ্রের ছেলে সুকুমার চন্দ্রের (২২) বিয়ের আয়োজন করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বর ও কনের বাবাকে এক হাজার টাকা করে জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।