ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রামুর বাঁকখালী নদীতে নৌকাবাইচ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
রামুর বাঁকখালী নদীতে নৌকাবাইচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রামু (কক্সবাজার): কক্সবাজারের রামু উপজেলার বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম।



এতে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

নৌকাবাইচ দেখতে বাঁকখালী নদীর উভয়পাড়ে প্রায় দুই কিলোমিটার জুড়ে হাজার হাজার উৎসুক জনতার ভিড় করেন। এতে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

রামু সোনালী অতীত ক্লাবের আয়োজনে প্রতিযোগিতায় মোট ২৬টি দল অংশ নেয়।

সোনালী অতীত ক্লাবের সভাপতি ছিদ্দিক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহাবুবউল করিম, মুক্তিযোদ্ধা মাস্টার ফরিদ আহমদ, জেলা আওয়ামী লীগের নেতা জাফর আলম চৌধুরী চেয়ারম্যান, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শামসুল আলম, বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তরুন বড়ুয়া, ফতেখাঁরকুল ইউপির সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, চাকমারকুল ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, আওয়ামী লীগ নেতা নুরুল হক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নিতীশ বড়ুয়া ও শ্রমিকলীগ সভাপতি নুরুল কবির হেলাল, পুলক বড়য়া, মহিউদ্দিন, হাসান আজিজ, যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, স্বেচ্ছা সেবকলীগের সহ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাবেক ফুটবলার নবু আলম, রুহুল আমিন রকি প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ওমর ফারুক মাসুম।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।