ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

প্রস্তাবিত ঢাকা-শ্রীপুর-সিলেট সড়ক

সুতিয়া নদীতে সেতুর নিচে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
সুতিয়া নদীতে সেতুর নিচে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: ঢাকা-শ্রীপুর-সিলেট সড়কে সুতিয়া নদীর উপর নির্মাণাধীন সেতুর নিচে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নান্দিয়াসাঙ্গুণ বাজারে সেতুর পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



স্থানীয় আটটি গ্রামের মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শিক্ষক, তরুণ, যুবক, বৃদ্ধ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

সেতুর দুই পাড়ের গ্রামগুলো হলো- নান্দিয়াসাঙ্গুণ, বাপতা, পাতলাসি, তললী, অললী, সিংহশ্রী, নিগুয়ারী ও সুতারচাপড়।

অংশ নেওয়া মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমান জানান, সেতুটির নিচে আন্ডারপাস না থাকলে ওই সাত গ্রামের মানুষ সেতু নির্মাণের সুফল থেকে বঞ্চিত হবে। তাদেরকে কমপক্ষে এক কিলোমিটার এলাকা ঘুরে সেতু অতিক্রম করতে হবে। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে লিখিত আবেদন জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।