ঝিনাইদাহ: জেলার সদর উপজেলায় তোফাজ্জল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী এক নসিমন-করিমন গাড়ির (স্থানীয় নাম আলমসাধু) ধক্কায় নিহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) বেলা ৫টার দিকে উপজেলার আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জল হোসেন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেসমত গ্রামের গোলাম রব্বানীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় গাড়িটি ধক্কা দিলে তোফাজ্জল ছিটকে রাস্তার পাশে পড়ে যান। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্ধ্যা সোয়া ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা ছিলো।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
টিআই