সিলেট: সিলেটের আলোচিত শিশু রাজন হত্যা মামলার মূল আসামি কামরুলের উপস্থিতিতে আদালতে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদারের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
পরে সন্ধ্যায় কঠোর নিরাপত্তায় আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়। এরআগে বেলা পৌনে ১২টার দিকে কামরুলকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে আনা হয়।
গত ১ অক্টোবর থেকে শুরু হয়ে ১৮ অক্টোবর পর্যন্ত মোট ১০ কার্যদিবসে মোট ৩৬ জন মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে সাক্ষী দেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ২০ অক্টোবর ৩৪২ ধারায় আসামিদের মতামত এবং ২৫ অক্টোবর যুক্তিতর্কের পর বিচারকাজ শেষ করা হবে বলে জানান।
বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোটেক হাবিবুর রহমান।
এদিকে, কামরুলের পক্ষের আইনজীবী আলী হায়দার ফারুক জানান, কামরুলের পক্ষে পুনরায় ৩৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণের আবেদন জানানো হলে আদালত তা খারিজ করে দেন।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এনএইচ/এসআর
** কামরুলের উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ চলছে