ঢাকা: মোবাইল সেবার মান নিয়ে অপারেটরগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
বৈঠকে কলড্রপসহ মোবাইলের অন্যান্য সেবার মান নিয়ে গ্রাহকদের অভিযোগের বিষয়ে আলোচনার কথা রয়েছে। এ বিষয়ে অপারেটরদের নির্দেশনা দেবেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এমআইএইচ/আরএম