ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মিরপুর সেনানিবাসের প্রা: বিদ্যালয় সরানোর সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
মিরপুর সেনানিবাসের প্রা: বিদ্যালয় সরানোর সিদ্ধান্ত

ঢাকা: মিরপুর সেনানিবাসের সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ক্যান্টনমেন্ট বোর্ড সুবিধাজনক জায়গায় স্কুলটি স্থানান্তরের প্রস্তাব দিলে সংসদীয় কমিটি সরিয়ে নিতে একমত হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন এ সংক্রান্ত সাব কমিটির আহ্বায়ক আ খ ম জাহাঙ্গীর হোসাইন।


 
রোববার (১৮ অক্টোবর) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক গঠিত ৩নং সাব-কমিটি মিরপুর সেনানিবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, সামাজিক শিক্ষা কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করেন কমিটির সদস্যরা।  
 
সাব-কমিটির আহ্বায়ক আ খ ম জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা হলেন- মো. নজরুল ইসলাম বাবু ও বেগম উম্মে রাজিয়া কাজল। পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ উপস্থিত ছিলেন।
 
সেনানিবাসের সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে আ খ ম জাহাঙ্গীর হোসাইন বাংলানিউজকে বলেন, এ বিষয়ে মিরপুর সেনানিবাসে কোনো বিরোধ নেই। একই ক্যাম্পাসে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যা শিক্ষার পরিবেশে ব্যাঘাত ঘটায়। ক্যান্টনমেন্ট বোর্ড প্রস্তাব করেছিল প্রাথমিক বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নিতে। ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অন্য জায়গায় নিয়ে ভবনও নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।  
 
তবে স্কুলটি কবে, কখন স্থানান্তর করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। যাই হোক যতোদিন জায়গা ঠিক না হবে ততোদিন পর্যন্ত স্কুলটি সেখানেই থাকবে। সেনানিবাসের ভেতরেই আলাদা একটি জায়গায় স্কুলটি স্থানান্তর করা হবে।
 
পরিদর্শনে মিরপুর সেনানিবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বোর্ড হাই স্কুল স্থানান্তর করে পাশ্ববর্তী দুই একর জমির উপর স্থাপন করার বিষয়ে সুপারিশ করেন।
 
পরিদর্শন কমিটি সামাজিক শিক্ষা কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় হাইকোর্টের চূড়ান্ত রায় না পাওয়া পর্যন্ত অস্থায়ী স্থাপনা নির্মাণের সুপারিশ করে।
 
পরির্দশনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।