ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ হোটেলের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ৪ হোটেলের জরিমানা ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের চারটি হোটেল ও রেস্টুরেন্টের ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার দায়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ফায়েজ আহমেদ নামে এক কর্মচারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।



রোববার (১৮ অক্টোবর) দুপুর থেকে বেলা তিনটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এ জরিমানা করেন।

তিনি সংবাদকর্মীদের জানান, শহরের কালাইশ্রীপাড়ার ইয়াছিন প্লাজার গোবিন্দ রেস্টুরেন্টের লাইসেন্স না থাকা, নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে ৩০ হাজার, কোর্ট রোড এলাকার রাজমনি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার ও লাইসেন্স না থাকার দায়ে ২০ হাজার, একই এলাকার আবাসিক হোটেল আল মাহিরের মূল্য তালিকা না থাকার দায়ে পাঁচ হাজার এবং পুরাতন জেল রোডের মেরিডিয়ান কাচ্চি অ্যান্ড কাবাব হাউজের অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-ব্যবস্থাপক শাহীনুরসহ অন্য কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।