ঢাকা: মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে একচুলও নড়চড় হবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে কারওয়ান বাজারের ডেইলি স্টার ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
‘বাল্য বিবাহ; পরিস্থিতি পর্যালোচনা’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে- আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও মানুষের জন্য ফাউন্ডেশন।
এ সভায় মতবিনিময় করেন- সমাজকল্যাণ সচিব তারিক-উল ইসলাম, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের চেয়ারপারসন সুলতানা কামাল, মানুষের জন্য ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক শাহীন আলম, ঊর্ধ্বতন সমন্বয়কারী বনশ্রী মিত্র, আমরাই পারি’র সদস্য অ্যাডভোকেট ফরিদা ইয়াসমীন, শবনম ফেরদৌসী, জিনাত আরা হক প্রমুখ।
বক্তারা বলেন, বাল্যবিবাহ বন্ধে শুধু আইন দিয়ে হবে না, শিক্ষা ও গণসচেতনতা তৈরি করতে হবে। স্থানীয় প্রতিনিধিদের আইনের আওতায় আনতে হবে। নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ বন্ধ করতে হবে। মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৬ বছর করা যাবে না, ১৮ বছরই রাখতে হবে।
এ সময় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, আমাদের সমাজে দারিদ্রতার কারণে বাল্যবিবাহ হয়, এটা যুক্তিযুক্ত নয়। এখন মেয়েদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
বাল্যবিবাহের জন্য তিনি মেয়েদের দায়ী করে বলেন, এখন মেয়েরা পছন্দের পর আর দেরি করতে চায় না।
প্রতিমন্ত্রী নিজের বাসার কাজের মেয়ের উদাহরণ দিয়ে বলেন, আমার বাসায় একটা মেয়ে ছিল। সে ঠিক মতো কাজ, খেলাধুলা ও পড়ালেখা করত। বয়স ১৮ বছর হওয়ার আগেই একদিন সে চলে যায়। খোঁজ নিয়ে জানলাম বিয়ে করবে। বাধা দিতে গেলে মেয়েটি বলে, আপনি মন্ত্রী তাতে কী, আমার বিয়ে আমি করবো। পরে জানলাম, বিয়ে হয়ে গেছে।
বিশেষ ক্ষেত্রে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৬ বছর বিবেচনা করতে হবে। সেই বিশেষ ক্ষেত্রগুলো কি, বের করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আপনারা আশ্বস্ত থাকেন, আপনাদের মতামত নিয়েই একটা ভালো আইন করবো। তবে আপনারা সমাজের বিশেষ ক্ষেত্রগুলো চিহ্নিত করুন।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসইউজে/আরএম