গাজীপুর: গাজীপুরের নদ-নদী, জলাশয়, খাল, বিল দখল ও দূষণমুক্ত করে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে জেলা নদী রক্ষা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ অক্টোবর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিটির চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় নদী রক্ষা কমিটির পরিচালক মো. হুমায়ুন কবির, কমিটির সদস্য মো. আলাউদ্দিন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় নদী রক্ষা কমিটির চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম জানান, নদী বাঁচানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য সভায় আলোচনা হয়েছে। নদী রক্ষা আইনে যতগুলো কার্যক্রম নদী কমিশনকে ম্যান্ডেট হিসেবে দেওয়া হয়েছে, জেলা কমিটির মাধ্যমে কমিশন তা বাস্তবায়ন করতে চায়।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসএস