ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে মাইক্রোবাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
গোপালগঞ্জে মাইক্রোবাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে মাইক্রোবাস ও ব্যাটারি চালিত ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নারীসহ দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।



রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর নিমতলা এলাকা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের ফটিক মোল্লা ছেলে ইজিবাইক চালক কামরুল মোল্লা ও একই উপজেলার পাইককান্দি গ্রামের মন্টু মিয়ার স্ত্রী রাশিদা বেগম (৫৫)।

আহত জাকির (৪৫), বেবি বেগম (৩২) ও আছিয়াকে (২৫) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সন্ধ্যায় নিমতলা এলাকায় বিজয়পাশাগামী ইজিবাইক ও গোপালগঞ্জগামী মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলে এর চালক কামরুল প্রাণ হারান। এসময় আহত হন রাশিদাসহ ইজিবাইকের চার যাত্রী। এ অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর রাশিদা মারা যান।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।