ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

এতিম কোটার তথ্য চায় সংসদীয় কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এতিম কোটার তথ্য চায় সংসদীয় কমিটি

ঢাকা: সরকারি চাকরিতে অনাথ ও এতিমদের বিশেষ সুবিধা দিতে সরকার ঘোষিত এতিম কোটা যথাযথভাবে পূরণ করা হচ্ছে কী না সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে সংসদীয় কমিটি।
 
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে বিষয়টির বিস্তারিত তথ্য জানতে চায়।

একইসঙ্গে সমাজসেবা অধিদপ্তরাধীন  উন্নয়ন প্রকল্পগুলোর রাজস্ব খাতে স্থানান্তরের সর্বশেষ অগ্রগতি সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে।
 
রোববার (১৮ অক্টোবর) দুপরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ১৪তম বৈঠকে এসব বিষয় জানতে চাওয়া হয়।
 
কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আয়েশা ফেরদাউস, পীর ফজলুর রহমান, মো. আব্দুল মতিন ও লুৎফা তাহের অংশ নেন। এছাড়া বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি, চাকরি ক্ষেত্রে এতিম কোটা পূরণের সর্বশেষ অবস্থা ও সমাজসেবা অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পের রাজস্ব খাতে স্থানান্তরের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়। কমিটি দেশের যেসব জেলায় সমাজসেবা কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব ছিলো সেগুলো দ্রুত বাস্তবায়নের সুপারিশ করে।
 
এছাড়া বৈঠকে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতাভোগীদের যথাযথভাবে চিহ্নিত করে প্রকৃত ভাতাভোগীদের ভাতা প্রদানের সুপারিশ করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।