ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

রামু বৌদ্ধ বিহারে সহিংসতা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
রামু বৌদ্ধ বিহারে সহিংসতা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

কক্সবাজার: রামুর বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর ও হামলার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদারের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মঙ্গলবার পর্যন্ত টানা তিনদিন এ সাক্ষ্যগ্রহণ কার্যক্রম চলবে।

পাবলিক প্রসিকিউটর (পিপি) মমতাজ আহমদ জানান, প্রথম দিন রামু থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল কান্তি দাশের দায়ের করা জিআর ৩০৭/২০১২ ইং নং মামলার ৩৪ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এরা হলেন- সুভাষ বড়–য়া, কমল বড়–য়া, শামীম আহসান ভূলু, নরেশ বড়–য়া, রজত বড়–য়া, সুকুমার বড়–য়া, শংকর বড়–য়া ও সুভাষ চন্দ্র বড়–য়া।

২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে রামুতে এবং ৩০ সেপ্টেম্বর উখিয়া ও টেকনাফে ১৯ বৌদ্ধ বিহার ও শতাধিক বসতঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর, হামলা ও  লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় রামু, কক্সবাজার সদর, উখিয়া ও টেকনাফ থানায় ১৯টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় পুলিশের পক্ষে চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে একটি মামলা স্বাক্ষ্য গ্রহণ চলছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মমতাজ আহমদ জানান, এ মামলায় চার্জশিটভুক্ত আসামি ৭৪ জন। এদের মধ্যে ১৪ জন পলাতক।

রোববার সাক্ষ্যগ্রহণের সময় আদালতে উপস্থিত ছিলেন ৫৮ জন। অনুপস্থিত দুইজন তাদের আইনজীবীদের মাধ্যমে সময় চেয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।