ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।
রোববার (১৯ অক্টোবর) বাদ মাগরিব ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তিনি।
দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ছাড়াও তার পরিবারের সদস্যরা অংশ নেন।
দোয়া মাহফিলে শেখ রাসেলসহ ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এমইউএম/আরএম
** ‘কোনো শিশুর ভাগ্যে যেন রাসেলের পরিণতি না ঘটে’
** গরিব ঘরে জন্ম নেওয়া কি অপরাধ, প্রশ্ন প্রধানমন্ত্রীর
** শিশুদের মধ্যে রাসেলের প্রতিচ্ছবি দেখি