ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
ময়মনসিংহে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় বিল্লাল হোসেন (১০) নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার উচাখিলা-মধুপুর সড়কের সুতিভরট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত বিল্লাল উপজেলার রাজীবপুর ইউনিয়নের সুতিভরট গ্রামের আলাল মিয়ার ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, অটোরিকশা চাপায় শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।