ঢাকা: রাজধানীতে দুর্গাপূজার নিরাপত্তায় প্রায় সাত হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় শহরে ৬ হাজার ৮শ’ ৬৩ জন পোশাকধারী পুলিশ সদস্য তৎপর থকবেন।
রোববার (১৮ অক্টোবর) দুর্গপূজা ও আশুরা উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার (১৯ অক্টোবর) থেকে ২৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত এই নিরাপত্তা কার্যকর থাকবে। শারদীয় দুর্গোৎসব ও তাজিয়া মিছিলকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সুদৃঢ় ও নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করা হবে।
আছাদুজ্জামান মিয়া বলেন, এবার ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২শ’ ২২টি প্রতিমা তৈরি করা হয়েছে। এই উৎসবকে ঘিরে তিন পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এর মধ্যে রয়েছে-পূজা চলাকালীন, পূজা পরবর্তী শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এনএইচএফ/টিআই
** ইতালীয় নাগরিক হত্যায় জঙ্গি সংশ্লিষ্টতা নেই