ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
ধামরাইয়ে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ধামরাই (ঢাকা): সাভারের ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (বয়স আনুমানিক ৪৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে বংশী নদীর মল্লিকের টেক এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বাংলানিউজকে জানান, বিকেলে বংশী নদীর মল্লিকের টেক এলাকায় মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ওই যুবককে গত দুই-তিন দিন আগে কুপিয়ে হত্যা করে লাশ গুম করার জন্য নদীতে ফেলে যায় দুর্বৃত্তরা। যুবকের পরনে সাদা গেঞ্জি ও জিন্সের প্যান্ট ছিলো। এ ঘটনায় ধামরাই মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।