খুলনা: নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনকে বিপন্ন করবে করবে বলে মন্তব্য করেছেন বক্তারা।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে আয়োজিত সমাবেশে বক্তারা এ মন্তব্য করেন।
ঢাকা-সুন্দরবন অভিমুখে রোডমার্চ উপলক্ষে এ সমাবেশে আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম মোর্চার খুলনার সমন্বয়কারী মোস্তফা খালিদ খসরু। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক সাইফুল হক।
বক্তারা বলেণ, বিদ্যুৎ কেন্দ্রের অদূরেই ওরিয়ন কোম্পানিকে ৬০০ মেগাওয়াটের আরেকটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য জমি দেওয়া হয়েছে। সুন্দরবন থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রে যে লাখ লাখ টন কয়লা পোড়ানো হবে তা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া, ছাই ও রাসায়নিক পদার্থ আশপাশের বায়ু, পানি ও মাটিকে দূষিত করবে।
সমাবশে বক্তব্য রাখেন- বাম মোর্চা নেতা জোয়ানেদ সাকী, মোশাররফ হোসেন নান্নু, মোশরেফা মিশু, সুভ্রাংশু চক্রবর্তী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মুনীর চৌধুরী সোহেল।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সরকার পথে পথে পুলিশ দিয়ে রোডমার্চ কর্মসূচিতে বাধা দিয়েছে। নেতাকর্মীদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করেছে।
সুন্দরবন ধংসকারী রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ১৬ অক্টোবর ঢাকা থেকে এই রোডমার্চ শুরু হয়েছিল।
রোডমার্চ কর্মসূচিতে হামলা, লাঠিচার্জ ও বাধা দেওয়ার প্রতিবাদে সমাবেশ থেকে ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং ৫ নভেম্বর দেশব্যাপী সুন্দরবন সংহতি দিবস পালনের ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এমআরএম/বিএস