ঢাকা: আসন্ন আশুরার তাজিয়া মিছিলের নিরাপত্তায় রাজধানীতে আড়াই হাজার পোষাকদারী পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি সাদা পোষাকে গোয়েন্দারাও কাজ করবে বলে জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে দুর্গাপূজা ও আশুরা উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, পবিত্র আশুরায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল বের হবে ২২, ২৩ এবং ২৪ অক্টোবর। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে সর্বোচ্চ সতবর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পূজাকে ঘিরে অনেক সময় চাঁদবাজি হয়, পেশিশক্তির ব্যবহার হয় এবং ইভটিজিংয়ের মতো অনাকাঙ্খিত ঘটনা ঘটে। নাশকতার বিষয়টিও আমরা পুলিশের পক্ষ থেকে উড়িয়ে দেই না। যদি কেউ অপরাধ কর্ম করার চেষ্টা করে, ইভটিজিং বা গোলযোগ করার চেষ্টা করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। এ লক্ষ্যে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তারাও মাঠে থাকবেন পর্যবেক্ষনের জন্য।
তিনি বলেন, মূলত ২৪ তারিখে এবারের আশুরা হবে। আশুরার বড় মিছিল বের হয় হোসেনি দালান থেকে, যা শেষ হয় ধানমন্ডি লেক সংলগ্ন কারাবালা নামক মাঠে গিয়ে। আশুরার পুরো শোভাযাত্রায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
এই শোভাযাত্রার আগে পিছে এবং পাশে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক নিরাপত্তা বলয় থাকবে। এর মধ্যে গোয়েন্দা বাহিনীর সমন্বয় করে কাজ করবে।
২২ তারিখ উত্তরা এলাকায় শোভাযাত্রা বা তাজিয়া মিছিল হবে। ২৩ তারিখে পল্টন থেকে আরেকটি মিছিল বের হবে, যেটি হোসেনি দালানে গিয়ে শেষ হবে। এছড়াও মিরপুর, মোহাম্মদপুর, ওয়ারীসহ রাজধানী বিভিন্ন এলাকায় তাজিয় মিছিল বের হবে।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এনএইচএফ/বিএস