ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মিনায় নিহত হাজিদের ১৩৭ জন বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
মিনায় নিহত হাজিদের ১৩৭ জন বাংলাদেশি ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরবের মিনা দ‍ুর্ঘটনায় পদদলিত হয়ে নিহত হাজিদের মধ্যে ১শ ৩৭ জন বাংলাদেশি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান।



প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনের কর্মকর্তারা এখন পর্যন্ত ৫৩ জন বাংলাদেশির কোনো সন্ধান পাননি। ১শ ৩৭ জন নিহত বাংলাদেশির মধ্যে পরিচয় জানা গেছে ৯৬ জনের। এছাড়া দেশটির বিভিন্ন হাসপাতালে এখনও বেশ কয়েকজন বাংলাদেশি চিকিৎসা নিচ্ছেন।  

এসময় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মামুদ আলী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
জেপি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।