ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

‘পরিস্থিতি সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
‘পরিস্থিতি সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী

ঢাকা: ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের শনিবার জারি করা নিরাপত্তা সতর্কবার্তায় ‘নতুন’ কোন বার্তা নেই বলে মনে করছেন পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী। একই সঙ্গে দেশের পরিস্থিতি সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।


 
রোববার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত  এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র মন্ত্রী।

তিনি বলেন, আমার মনে হয় না, নতুন সতর্ক বার্তার মধ্যে আগের চেয়ে জোরালো কিছু আছে।

আইএস সম্পৃক্ততা বিষয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দাবি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ কথার উত্তর তারাই দিতে পারে। ওদের উত্তর তো আর আমরা দিতে পারি না। খতিয়ে দেখবে বলেছে, তো বের করেন আপনারা, কী খতিয়ে দেখলো তারা। আমরা তৈরি।

দূতাবাসগুলোর সতর্কবার্তা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এ সতর্কবার্তাগুলো কিন্তু রেড এলার্ট নয়। সতর্কবার্তার চারটি ধাপের মধ্যে এখনও আমরা দ্বিতীয় ধাপেই রয়েছি। সতর্কবার্তার তৃতীয় ও চতুর্থ ধাপে পৃথিবীর ৫৮টি রাষ্ট্র রয়েছে। আর বাংলাদেশ নিয়ে সতর্কবার্তার পরেও বিদেশিদের যাতায়াতে কোনো প্রভাব পড়ে নাই। গত বছরের একই সময়ে বিদেশিদের যে আনাগোনা ছিলো, বর্তমানে সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
 
দুই বিদেশি নাগরিক হত্যার পর পশ্চিমাদের অব্যাহত সতর্কবার্তা হালনাগাদ, সতর্কবার্তা তুলে নিতে সরকারের অনুরোধ এবং দূতাবাসগুলো নতুন কোনো তথ্য দিয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন কোনো বার্তা বা তথ্য আমাদের কাছে আসেনি। আগের তথ্যের ওপর ভিত্তি করেই দূতাবাসগুলো আবারও তাদের নাগরিকদের সতর্ক করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। দুই বিদেশি নাগরিক হত্যকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। সেই সঙ্গে বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষমতার মধ্যে যতটুকু করা সম্ভব তা নিশ্চত করা হয়েছে। বিষয়টি নিয়ে অতিপ্রতিক্রিয়া দেখানোর কোনো সুযোগ নেই। বরং এ বিষয়ে কোনো তথ্য থাকলে সরকারকে দিতে গত ৫ অক্টোবর বিদেশি মিশন প্রধানদের ব্রিফিং করা হয়েছে।

শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো যেসব তথ্য পেয়েছে, তার ভিত্তিতেই কাজ চলছে।

পশ্চিমাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ও সতর্কবার্তা হালনাগাদ নিয়ে যোগাযোগমন্ত্রীর মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পশ্চিমাদের সঙ্গে মোটেই সম্পর্কের অবনতি হয়নি। আমাদের সার্বিক কর্মকাণ্ডে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নিদর্শন রয়েছে। যেমন- বাংলাদেশকে জিএফএমডি’র পরবর্তী সভাপতি করা হয়েছে। এর আগে এলডিসি’র সভাপতি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশের প্রধান হয়ে শুধু দেশের মানুষের নয়, পৃথিবীর একটি বড় অংশের মানুষের নেতৃত্ব দিচ্ছেন বিশ্ব দরবারে। ফলে সম্পর্কের অবনতি নিয়ে কোনো প্রশ্নের সুযোগ নেই। আর অন্য রাজনৈতিক নেতাদের মন্তব্য নিয়ে আমাদের কোনো বাড়তি মন্তব্য নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় তার আগের অবস্থানেই রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
জেপি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।